খালেদা জিয়ার ত্যাগ-তিতিক্ষা আগামী প্রজন্মকে পথ দেখাবে : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

খালেদা জিয়ার ত্যাগ-তিতিক্ষা আগামী প্রজন্মকে পথ দেখাবে : মিফতাহ সিদ্দিকী

Manual7 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি হল রুমে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর আয়োজনে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপোসহীন প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে তার সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

Manual6 Ad Code

দেশ ও জনগণের জন্য ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে পথ দেখাবে। তিনি আরও বলেন, আজ আমরা শোকাহত হলেও তাঁর আদর্শ ও সংগ্রাম আমাদের শক্তি। দেশনেত্রীর দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে।

শোকসভায় সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু এবং অনুষ্ঠান পরিচালনা করেন কবি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন। অনুষ্ঠানের শুরুতে আলোর অন্বেষণ-এর ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানি পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদি, আলোর অন্বেষণ-এর সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, তরুণ সমাজসেবক আনহার মিয়া, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ শাকিল এবং আকবর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual7 Ad Code

শোকসভা শেষে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শামসীর হারুনুর রশীদ।

Manual7 Ad Code


 

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code