স্বদেশমুখী করে মেধাবীদের কাজে লাগাতে হবে: প্রফেসর ড. মো. আবুল কালাম

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

স্বদেশমুখী করে মেধাবীদের কাজে লাগাতে হবে: প্রফেসর ড. মো. আবুল কালাম

Manual5 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উচিত মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা দূর করা। স্বদেশমুখী করে তাদের মেধাকে কাজে লাগাতে হবে, এজন্য অভিভাবক এবং সরকারকে উদ্যোগী হতে হবে। তাহলেই দেশ ও জাতি আরও এগিয়ে যাবে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে নগরীর জিন্দাবাজার সংলগ্ন জামতলা রোডে অবস্থিত স্টুডেন্টস ফাউন্ডেশন আয়োজিত ১৮ তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মেধাকে আটকে রাখা যায়না। এটি অগ্নিকুন্ডের মত প্রজ্জ্বলিত হতে থাকে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সুশিক্ষা অর্জন করে নৈতিকতা ও মূল্যবোধ তৈরির মাধ্যমে ভালো মানুষ হওয়া।

নগরীর জিন্দাবাজার সংলগ্ন জামতলা রোডে অবস্থিত স্টুডেন্টস ফাউন্ডেশন সিলেট কর্তৃক পরিচালিত বিট্রিশ কাউন্সিল ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান স্টুডেন্টস হোম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফাউনেন্ডশনের চেয়ারম্যান রোটারিয়া এম ই এইচ মিলন এর সভাপতিত্বে ও সাগর রায়ের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাথীদের সততা, ধৈর্য ও সচেনতাবোধ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দেন অতিথিরা।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর শামসুল কবির বলেন, স্কুলে পড়াশুনার সময়টাই হল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল ভিত্তি। এ ভিত্তিকে মজবুত করতে পারলেই জীবনে সফলতা নিশ্চিত। তাই শিক্ষার্থী ও অভিভাবকদেরকে অধিক দায়িত্বশীল হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. শামসুদ্দোহা বলেন, মেধাবী শিক্ষার্থী অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি। অভিভাবকরা যেন তাদের কৃতি সন্তানদের সময়ের প্রতি দায়িত্বশীল হন এবং ব্যস্ততার মধ্যে নিজ সন্তানের শিক্ষার জন্য সময় ব্যয় করেন।

Manual7 Ad Code

বিশেষ অতিথিরর বক্তব্যে সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, বলেন আগামীর দিন প্রযুক্তির। তাই শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর করতে হবে। এক্ষেত্রে অনেক অভিভাবক সন্তানদের না বুঝে সময়ের অনেক আগেই মোবাইল ফোন
তুলে দিচ্ছেন। এটি কোনভাবেই কাম্য নয়
এ বছর ১৮তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর। বৃত্তির ফল প্রকাশিত হয় ১৫ ডিসেম্বর।
সিলেট নগরী ও এর বাইরে শতাধিক স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৬৬ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টুডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটাঃ অধ্যক্ষ এম.এ.এইচ মিলন সভাপতির বক্তৃতায় কৃতি শিক্ষার্থীদের ডিভাইস নির্ভর না হয়ে পড়াশুনায় আরও মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন। ২০২৬ সালে ১৯তম স্টুডেন্ট মেধাবৃত্তি অনুষ্টিত হবে নভেম্বর মাসের ১ম সপ্তাহে এবং ফরম বিতরণ শুরু হবে জুনের ১ম সপ্তাহে। প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code