৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের ২৮ বছর পূর্তি অনুষ্ঠান সিলেট পর্ব গত ১ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সভাপতি কবি এম এ আলী জালালাবাদীর সভাপতিত্বে ও সিলেট মহানগর সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. জমির হোসেন বলেন সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মেধা মননের উৎকর্ষ সাধিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সিলেট লোকসাহিত্য উৎসব’ আয়োজন করা হবে এবং আগামী ৬ জানুয়ারি ঢাকা বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণারে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি অনুষ্ঠানের ২য় পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রতিটি জেলায় বাংলাদেশ পোয়েটস ক্লাবের কার্যক্রম চালু করতে দৃঢ় প্রত্য ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া স্মরণে এক মিনিট দাড়িয়ে শোক প্রকাশ এবং সম্মান প্রদর্শন করা হয়।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন, সংবর্ধিত অতিথি সাংবাদিক এম রহমত আলী, সাংবাদিক মাওলানা আবদুল হাই জিহাদী, পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, সিলেট জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, কবি আনোয়ার হোসেন মিসবাহ, সিলেট জেলা সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী বিরহী কালা মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী লাল মিয়া, সিলেট জেলা সমন্বয়ক গীতিকবি আবর মিয়া পীর, লন্ডন প্রবাসী সমাজ চিন্তক ফেরদৌস হোসেন চৌধুরী। সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক কবি তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি নুরুদ্দীন রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, সহ সাংগঠনিক সম্পাদক কবি নাছরিন সুলতানা, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পিয়ারা।
পবিত্র কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা শুহাদা মুন্নী চিশতিয়া। অনুভূতি প্রকাশ করেন তারেশ কান্তি তালুকদার, সাংবাদিক এমরান ফয়ছল, সাংবাদিক জুবের আহমদ সার্জন, সাংবাদিক আশিকুর রহমান রানা, এন এ আশালতা, সিলেটি মাসুদ, ফারজানা আক্তার, ইশরাত জাহান ঈশিতা, মোঃ আখতারুজ্জামান, শরীফ গাজী, প্রাঙ্গন রায় শারদ, আবদুল হাকিম, সহিদুল ইসলাম, লিমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পোয়েটস্ ক্লাবের সকল সদস্যদের-কে সম্মাননা সনদ পত্র ও উত্তরীয় পরিয়ে বরণ করেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D