বিশ্ব ইজতেমা হবে ভোটের পর

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

বিশ্ব ইজতেমা হবে ভোটের পর

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া ভোটকে সামনে রেখে তুরাগ এলাকায় কোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Manual4 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনও ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Manual2 Ad Code


 

Manual1 Ad Code
Manual2 Ad Code