কোম্পানীগঞ্জে চোর সন্দেহে দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতন

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫

কোম্পানীগঞ্জে চোর সন্দেহে দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতন

Manual1 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে চোর সন্দেহে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আরফান মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই তরুণের নাম জালাল মিয়া (২৭)। তাঁর একটি চোখে দৃষ্টি নেই। তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

গ্রেপ্তার আরফানও একই এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

ঘটনার পর জালালের মা শিরিয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০–৬০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

Manual4 Ad Code

এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চুরির অপবাদ দিয়ে কয়েকজন জালালকে ঘর থেকে ধরে নিয়ে যায়। প্রথমে তাকে দক্ষিণ বুড়দেও গ্রামের নদীর পাড়ে একটি নৌকায় হাত পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়। পরে ইউনুছ আলীর বাড়ির সামনে একটি গাছে হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে শিরিয়া বেগম এসে ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জালালের দুই হাত রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি চিৎকার করে পা দিয়ে মাটি ছোঁয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকজন লাঠি হাতে মারতে উদ্যত হন, যদিও আশপাশের কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘চুরির অভিযোগে একজনকে গাছে ঝুলিয়ে নির্যাতনের মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code