ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫

ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

Manual1 Ad Code

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেওয়ার ঘটনায় একই পরিবারের তিনজসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।

Manual1 Ad Code

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code