মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুকুরাম মুরইছড়া চা-বাগানের বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশের কৃষিজমিতে কাজ করতে যান শুকুরাম। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা হঠাৎ শুকুরামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ হয়ে কিছু দূর দৌড়ে যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, শুকুরামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Manual8 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Manual1 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code