ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য

Manual6 Ad Code

যুক্তরাজ্যে গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর ও গ্রামে এই ভূমিকম্পের ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর দ্য গার্ডিয়ানের।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস) নিশ্চিত করেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ এই কম্পন স্পষ্টভাবে টের পেয়েছেন। ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় ভূকম্পন।

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন, তাদের মনে হয়েছিল যেন মাটির নিচে কোনো বড় বিস্ফোরণ ঘটেছে অথবা এলাকাটি বোমা হামলার শিকার হয়েছে।

যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতি বছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০ শতাংশ মানুষ অনুভব করতে পারেন। বিজিএস জানিয়েছে, দেশে বছরে দুই-তিনটি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, তবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩ দশমিক ৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়।

ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক হাজারের বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশ মানুষ হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছেন। কেন্দ্র থেকে পাঁচ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন।

Manual1 Ad Code

এক স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পিছনের গ্লাসগুলো কেঁপে উঠেছিল। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনও অনুভব করিনি।

আরেকজন বাসিন্দা বলেন, প্রথমে তার মনে হয়েছিল কাছের হেইশাম পারমাণবিক কেন্দ্রের কোনো বড় বিস্ফোরণ হয়েছে।

Manual8 Ad Code


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code