সিলেটে বামপন্থী দল সমূহের মিছিলে পুলিশী হামলার নিন্দা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

সিলেটে বামপন্থী দল সমূহের মিছিলে পুলিশী হামলার নিন্দা

Manual8 Ad Code

চট্টগ্রামের লাভজনক বন্দর বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকায় যমুনা অভিমুখে বিক্ষোভে পুলিশী হামলা করে। এতে আহত হন সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফি রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্তসহ ২০/২৫ জন নেতাকর্মী।

Manual2 Ad Code

এর প্রতিবাদে সিলেটে বৃহস্পতিবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চাসহ বিভিন্ন ছাত্র গণসংগঠন সমূহ।

সিলেট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানা অভিমুখে রওনার প্রক্কালে মিছিলটি পুলিশী হামলার মধ্যে পরে। কেন মিছিল করা যাবে না-এমন প্রশ্নের উত্তরে পুলিশ সদস্যরা বলেন উপরের নির্দেশ, অনুমতি নাই ইত্যাদি। পুলিশী বাঁধার মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক এডভোকেট মহিতোষ দেব মলয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মাশরুখ জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সারফরাজ সানোয়ার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাধারণ একটি প্রতিবাদ মিছিলে পুলিশী হামলা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরও সভা-সমাবেশে পুলিশের এ ধরণের আচরণ আমাদের বিচলিত করে। যা আমাদের বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা সভা সমাবেশে ও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলার এবং পুলিশ প্রশাসনের পক্ষাপাত দুষ্ট আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ঢাকায় মিছিলে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার এবং বিদেশীদের হাতে বন্দর ইজারা দেয়ার প্রচেষ্টা থেকে সরে আশার আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code