জৈন্তাপুরে পরিবার পরিকল্পনাকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

জৈন্তাপুরে পরিবার পরিকল্পনাকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

Manual1 Ad Code

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে হোসেইন মোঃ আজাদ গীরের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক জসিম উদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচী পালন কালে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, নিয়োগবিধি হালনাগাদ না হওয়ায় পদোন্নতি, বেতন বৈষম্য ও প্রশাসনিক জটিলতায় মাঠপর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের দীর্ঘদিনের দাবি। দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত। বহুবার দাবির পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে।

Manual2 Ad Code

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠপর্যায়ের নারী কর্মীরা অংশ নেন।

এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আহমেদ লোকমান, সেলিম আহমেদ, ফৌজিয়া বেগম, সালেহা বেগম, পারভীন বেগম, পরিবার কল্যাণ সহকারী সফিকুন নেছা চৌধুরী, দিলারা বেগম, ঝর্ণা নাথ, জয়নব বেগম, আলেয়া বেগমসহ অন্যান্যরা।

নেতৃবৃন্দ অবিলম্বে সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন, কর্মপরিবেশ উন্নয়ন এবং মাঠপর্যায়ের নারীকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Manual3 Ad Code


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code