শাবিপ্রবিতে ইউনিভার্সিটি টিচার্স লিংকের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

শাবিপ্রবিতে ইউনিভার্সিটি টিচার্স লিংকের আত্মপ্রকাশ

Manual4 Ad Code

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাত্রা শুরু করেছে।

Manual4 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) সন্ধা ৭টায় নতুন সোশাল সাইন্স ভবনের টিচার্স লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে শাখাটির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউটিএল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম।

সহ–আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ওয়াহিদুজ্জামান। যুগ্ম সদস্য সচিব হয়েছেন সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রহমত আলী, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ ওহিদ উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, অধ্যাপক ড. মো. মাসুদ সরকার, অধ্যাপক তাজমুন্নাহের, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, অধ্যাপক ড. মো. আসরাফুল জাহান, সহযোগী অধ্যাপক ড. আমিনা খাতুন, অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক আজমেরী সুলতানা ও প্রভাষক সুমাইয়া তাসনিম।

শিক্ষকদের মতে, এই প্ল্যাটফর্মের লক্ষ্য হবে একাডেমিক পরিবেশ উন্নয়ন, গবেষণায় সহযোগিতা এবং নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখা।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code