ধর্মপাশায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

ধর্মপাশায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশায় বসতঘরের বারান্দা থেকে শিল্পী আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২ডিসেম্বর) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কৃষক খাইরুল ইসলামের স্ত্রী।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের গৃহবধূ শিল্পী আক্তার গত ছয়মাস ধরে ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।

Manual6 Ad Code

ওইদিন রাত তিনটার দিকে ওই গৃহবধূকে বিছানায় না পেয়ে বসতঘরের দরজা খুলে তার স্বামী ও সন্তানেরা বসতঘরের বারান্দার আড়ের সঙ্গে গলায় রশি প্যাঁছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। খবর পেয়ে মঙ্গলবার সকাল নয়টার দিকে ধর্মপাশা থানা পুলিশ এই লাশটি উদ্ধার করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা থানার এসআই পারভেজ ভূঁইয়া বলেন, ‘এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Manual1 Ad Code


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code