শাকসু নির্বাচন, প্রথম দিনে ৪৬ জনের মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

শাকসু নির্বাচন, প্রথম দিনে ৪৬ জনের মনোনয়ন সংগ্রহ

Manual1 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে। ছেলেদের তিন আবাসিক হলে ২০ জন ও শিক্ষার্থী ফরম তুললেও ছাত্রী হল থেকে কোনো শিক্ষার্থী মনোনয়ন নেননি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এরপর বিকেল তিনটা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

Manual4 Ad Code

কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে।

শাকসু নির্বাচন কমিশনের মিডিয়া মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

Manual6 Ad Code

এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল তিনটা পর্যন্ত। প্রায় ২৮ বছর পর হওয়া এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩ টি এবং হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code