মানিকগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দেওয়া আগুনে পুড়ে গেছে নিচের অংশ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

মানিকগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দেওয়া আগুনে পুড়ে গেছে নিচের অংশ

Manual1 Ad Code

মানিকগঞ্জ পৌরসভার মানোরা এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।

Manual6 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে পার্কিং করে। গাড়ি থেকে নেমে একজন স্মৃতিস্তম্ভের নিচে টায়ার রেখে তাতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। তখন গাড়িতে থাকা আরেকজন আগুনের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেন। এরপর তারা দুজনে ঘটনাস্থল থেকে চলে যান। আজ সকালে আগুনের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code