নিউইয়র্ক পুলিশের দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার হলেন বাংলাদেশি শামসুল

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

নিউইয়র্ক পুলিশের দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার হলেন বাংলাদেশি শামসুল

Manual3 Ad Code

বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি শুধুমাত্র তার কৃতিত্ব নয়; এটি দক্ষিণ এশীয় ও বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি বড় প্রেরণা।

তার বাড়ি সিলেটে গোলাপগঞ্জ উপজেলার বাঘার গ্রামে। স্ত্রী রুবিনা হক ও দুই ছেলে নিয়ে তিনি নিউইয়র্কের কুইন্সে বসবাস করেন।

Manual7 Ad Code

শামসুল হক বলেন, আমি চাই আরও বাংলাদেশি-আমেরিকান যুবকরা আইন প্রয়োগে অংশগ্রহণ করুক এবং সম্প্রদায়ের জন্য কাজ করুক।

এর আগে, ২০২১ সালের ২৯ জানুয়ারি, অফিসিয়াল এক অনুষ্ঠানে শামসুল হক লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পান।

শামসুল হক ১৯৯১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি রেস্তোরাঁয় বাস বয়, ডেলিভারিম্যান, ম্যানেজারসহ বিভিন্ন পদে চাকরি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে ভালো কিছু করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান। শামসুল হক ১৯৯৭ সালে অর্জন করেন ডিপ্লোমা ডিগ্রি। পরে লাগার্ডিয়া কলেজ থেকে এএস এবং বারুক কলেজ থেকে বিবিএ করেন। বারুক কলেজে অধ্যয়নকালে তিনি সিএনইওয়াই ট্রাস্টির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Manual7 Ad Code

২০০৪ সালের জানুয়ারিতে শামসুল হক এনওয়াইপিডিতে যোগদান করেন। তখন মুষ্টিমেয় কয়েকজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৪ সালে তাকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। পরে তিনি এনওয়াইপিডির অভিজাত অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত গ্রুপে যোগদান করেন।

শামসুল হক Bangladeshi American Police Association (BAPA) গঠন করেন, যা বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে আইন প্রয়োগকারী পেশায় উৎসাহ দান করে। তার নেতৃত্বে অনেক বাংলাদেশি-আমেরিকান অফিসার এবং ডিটেকটিভ NYPD‑তে নিয়োগ পেয়েছেন।

Manual3 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code