৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
নারীদের মন বোঝা কি খুব কঠিন? বিষয়টি বিষয়টি কি সত্যি বলে মেনে নেয়া যায়? নারীদের মানুষ হিসেবে গণ্য করলে তাকে বুঝতে না পারার কোনো কারণ আছে বলা যায়না।
আসল সমস্যা হচ্ছে নারীকে বুঝতে না চাওয়া। সমাজের কারণে নারীর উপর যেকোন কিছু চাপিয়ে দেওয়াটা সহজ। তাই নারীরও যে একটা স্বতন্ত্র সত্তা আছে সেটা কেউ আমলেই নেয় না।
যদিও নারীর মন বুঝতে পারলে জীবনটা আরও সুখের হবে। এজন্য বেশী কিছু করার দরকার নেই। শুধু কয়েকটা বিষয় মাথায় রাখুন।
আপনার পছন্দের নারীর শারিরীক ভাষার দিকে নজর রাখুন। অনেক কথা সে কিন্তু মুখে না বলে শরীরী ভাষায় বুঝিয়ে দেয়। সেই ভাষাটাই আপনার বোঝার চেষ্ঠা করতে হবে।একবার কোন জিনিসে মেয়েরা বেঁকে বসলে সেটা নিয়ে বারবার তাকে জোর না করাই ভালো।
মুড বোঝার চেষ্টা করুন। ভুল সময়ে ভুল কথা এবং ভুল কাজ অনেক সুন্দর মুহূর্তও মাটি করে দিতে পারে।
প্রশংসা করতে শিখুন। বাইরের কোন নারীকে সুন্দর লাগলে কখনো আপনার সঙ্গিনীকে তার মত হতে বলবেন না। আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গীনী একজন স্বতন্ত্র মানুষ। সে তার নিজের মতই। তার সবকিছুর প্রশংসা করুন।
কোনো কিছু পছন্দ না হলে সুন্দর করে বুঝিয়ে বলুন। একটি অপ্রিয় কথাও ভালভাবে বলা যায়। এতে তিক্ততা সৃষ্টি হয়না।
Manual2 Ad Codeসারাক্ষণ অধিকার ফলাতে যাবেন না। তার সব ব্যাপারে নাক গলাবেন না। বরং তাকে নিজস্ব স্থান দিন যাতে সে নিজের জগতে কিছুসময় বেড়াতে পারে।
Manual1 Ad Codeযে কোনো বিষয়ে তার সঙ্গে আলোচনা করুন। তার মতামতকে সম্মান দিন। নারী বলেই যে সে কিছু জানে না এমন ভাবাটা বোকামী।
Manual6 Ad Codeসুতারং নারীকে বুঝতে চাইলে এই বোকামী থেকে দুরে থাকুন।
Manual5 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D