রাজনগরে দুই প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

রাজনগরে দুই প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

Manual3 Ad Code

নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায় বুধবার (১২ নভেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাটে ‘স্বাগতম মিষ্টি ঘর’কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual3 Ad Code

এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত ‌‘স্বাগত মিষ্টি ঘরে’ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা ও তা আদায় করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ‘কেয়া আইসক্রিম ফ্যাক্টরী’কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এতে উভয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্টে ৩ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code