সিলেটে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৬

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেটে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৬

Manual1 Ad Code

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজসহ ৬ জনকে আটক করা হয়েছে। এসময় পাচারে ব্যবহৃত ৬টি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে এসআই (নিঃ) প্রনজিৎ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি ডিআই পিকআপে করে পাচার করা হচ্ছিল ২৭০ বস্তায় মোট ১২,৯৬০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।

Manual5 Ad Code

অভিযানে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ১। মামুনুর রশিদ (৩০), পিতা মৃত কুতুব আলী, সাং-ডুবি, সারিঘাট, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট। ২। মোঃ আজাদ আহমেদ তাজ (২৭), পিতা মোঃ সিদ্দিকুর রহমান, সাং-বিরাইমারা, চাজিল ইউনিয়ন, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট। ৩। সিরাজুল ইসলাম (২২), পিতা মৃত ফয়জুল হক, সাং-হাজিরাই, আলিরগাঁও ইউনিয়ন, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট। ৪। বাহার আহমেদ (২৮), পিতা নিজাম উদ্দিন, আলিরগাঁও ইউনিয়ন, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট। ৫। রুবেল আহমেদ (২৪), পিতা শামসুল ইসলাম, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট। ৬। হোসেন আহমেদ (৪৭), পিতা মৃত মোবারক আলী, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code