সিলেট নগরীতে পানি সংকট অবিলম্বে নিরসনের দাবী

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেট নগরীতে পানি সংকট অবিলম্বে নিরসনের দাবী

Manual2 Ad Code

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ ব্যাহত হওয়ায় নাগরিকগণ মারাত্মক ভাবে পানি সংকটে ভোগছেন। বাসা-বাড়ি, হাসপাতাল-ছাত্রাবাস, এতিমখানা, হোটেল-রেস্টুরেন্ট, কারাগার সহ সর্বত্র পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়েছে।

Manual5 Ad Code

গত ১১ নভেম্বর মঙ্গলবার বিকালে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় এ দাবী জানানো হয়।

নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর উপস্থাপনায় সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল মালিক এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, প্রবীন মুরব্বী মুজিবুর রহমান, রিয়াজ উদ্দিন আহমদ, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট প্রমুখ।

Manual4 Ad Code

বক্তাগণ বলেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের সড়ক বাতি অকেজো থাকতে দেখা যায়। এসব এলাকা রাতে অন্ধকারাচ্ছন্ন থাকায় নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নগরীতে অকেজো হয়ে থাকা সড়ক বাতিগুলো দ্রুত পুনঃস্থাপন এবং নগরীতে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানানো হয়। সুরমা নদীর ওপর নির্মিত ব্রিজগুলোতে রাতে সড়ক বাতি না থাকায় ছিনতাইকারীদের উৎপাত বৃদ্ধি পায়। গভীর রাতে ও ভোরবেলা যাত্রীদের টার্গেট করে ছিনতাইকারীরা ছিনতাই কাজে লিপ্ত হয়। এজন্য নগরীতে পুলিশী টহল জোরদার করার দাবী জানানো হয়। বিগত কয়েক বছরের বন্যায় সিলেট শহর ও উপজেলার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এসব রাস্তা সংস্কার ও উন্নয়নের জন্য কোন বরাদ্দ দেয়া হয়নি। পর্যটন কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চলতি বছর পর্যাপ্ত বাজেট বরাদ্দ করার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।

Manual6 Ad Code

সিলেট নগরীর জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষা কল্পে এসএ নকশা ও এসএ পূর্ববর্তী ১৯৪০ সালের লোকাল বোর্ডের নকশা অনুসারে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সকল খাল, নালা, ছড়াকে অবৈধ দখলমুক্ত করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানানো হয়।

সিলেট মহানগর এলাকায় চলাচলকারী সকল যানবাহনের ভাড়া নির্ধারণ ও ভাড়ার তালিকা প্রধান প্রধান সড়কে টাঙ্গিয়ে রাখা এবং যাত্রী ওঠা-নামার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করার জোর দাবী জানানো হয়। নগরীর সকল মার্কেট ও হাট-বাজারের সম্মুখে অবৈধ পার্কিং রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code