সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

Manual3 Ad Code

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- ১। মোঃ কুতুব উদ্দিন (৫০), পিতা-মৃত তছির মিয়া, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ২। মোহাম্মদ আলী (৪০), পিতা-মকবুল আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ৩। ময়না মিয়া (৪০), পিতা-মৃত মনফর আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট,৪। নাছির উদ্দিন (৪০), পিতা-ছয়ফুর রহমান, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, সিলেট।

Manual8 Ad Code

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ (আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা) এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশা (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code