সিলেটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে প্রতারণা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে প্রতারণা

Manual2 Ad Code

সিলেটে গ্যাসের বকেয়া বিল রয়েছে- এমন গ্রাহকদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ চক্র থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের গ্রাহকদের জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র বকেয়া গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের বাসাবাড়িতে গিয়ে অথবা গ্রাহকগণের মোবাইল ফোন নম্বরে কল করে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের হুমকি প্রদান করে বকেয়া বিলের নামে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানতে পেরেছে।

Manual1 Ad Code

এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়- জালালাবাদ গ্যাসের গ্রাহকরা নির্দিষ্ট ব্যাংক শাখায় কিংবা অনলাইনে গ্যাস বিল পরিশোধ করে থাকেন। ফলে এ ধরনের প্রতারণার মাধ্যমে কেউ অর্থ আদায়ের প্রচেষ্টা করলে আর্থিক লেনদেন না করে জালালাবাদ গ্যাসের নিম্নবর্ণিত মোবাইল নম্বর কিংবা হটলাইনে যোগাযোগ করবেন।

পাশাপাশি এমন প্রতারককে ধরতে পারলে স্থানীয় থানাপুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাসের জরুরি শাখার ফোন নাম্বার : ০১৭১১-৪০১৫৫৭।

হটলাইন নাম্বার : ১৬৫১১ অথবা ০২৯৯৭৭০০৬৩২।

সিলেট-পূর্ব এলাকার জন্য ফোন নাম্বার : ০১৭৩০-৩১২০৭৯।

সিলেট-পশ্চিম এলাকার জন্য ফোন নাম্বার : ০১৭৩০-৩১২০৮০।

সিলেট-উত্তর এলাকার জন্য ফোন নাম্বার : ০১৭৩০-৩১২০৭৪।

সিলেট-দক্ষিণ এলাকার জন্য ফোন নাম্বার : ০১৭৩০-৩১২০৮১।

গোলাপগঞ্জ : ০১৭১৪-০৪০০৮৮।

বিয়ানীবাজার : ০১৭১৩-৪৫২৮০২।

ফেঞ্চুগঞ্জ : ০১৭১১-৮৯৬২১৭।

Manual2 Ad Code

মৌলভীবাজার : ০১৭১১-৮৯৬২১৪।

শ্রীমঙ্গল : ০১৭১১-৪০১৫৫৯।

কুলাউড়া : ০১৭১১-৪০১৫৫৬।

জুড়ী : ০১৭৩০-৩৩১২৯৯।

সুনামগঞ্জ : ০১৭১৪-০৪০০২।

হবিগঞ্জ : ০১৭১১-৪০১৫৫৮।

ছাতক : ০১৭১৪-০৪০০৮৩।

শাহজিবাজার : ০১৭১১-৮৯৬২১৯ ।

Manual6 Ad Code

নবীগঞ্জ : ০১৭৫৫-৬৩০৪৮৫।

Manual6 Ad Code

মাধবপুর : ০১৭১১-৫৬৭১৭১।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code