সিলেটে সোয়া ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

সিলেটে সোয়া ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

Manual4 Ad Code

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর সোবাহানীঘাট কাঁচা বাজারের পেঁয়াজ পট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual2 Ad Code

পরে ডিবি পুলিশের সদস্যরা মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা বলে জানানো হয়েছে। এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৮৮৬৩ নম্বরের একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক চারজন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।


 

Manual1 Ad Code
Manual8 Ad Code