জাদুকাটায় বালি চোরদের হামলার শিকার ম্যাজিস্ট্রেট ও পুলিশ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

জাদুকাটায় বালি চোরদের হামলার শিকার ম্যাজিস্ট্রেট ও পুলিশ

Manual1 Ad Code

খনিজ-বালি পাথরসমৃদ্ধ জাদুকাটা নদীর পাড় কাটা ঠেকাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার শিকার হয়েছেন। এসময় খনিজ বালি চোরদের হামলায় পুলিশ বাহিনীর সদস্যরা আহত হন।

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদী তীরবর্তী পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোরটেক এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, তাহিরপুর থানা পুলিশ, নৌ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ২৫-৩০ জন হামলাকারী এক জোট হয়ে পাথর, বোল্ডার নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ঘাগটিয়া গ্রামের বালি খেকো চক্রের মূলহোতা আবু লাহাবের নেতৃত্বে শফিক, আবু তালিব, আল আমিনসহ ২৫-৩০ জন হামলা চালায়। এক জোট হয়ে তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্র, পাথর, বোল্ডার নিয়ে হামলা করে। পাশাপাশি অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে আসতে বাধ্য হন।

Manual1 Ad Code

উপজেলার ঘাগটিয়া গ্রামের আবুল লাহাব বলেন, এ ঘটনায় আমি জড়িত নই। নদীর যে স্থানে পাড় কেটে বালি চুরির ঘটনা ঘটেছে সে জায়গা আমার ভাই শফিক, আবু তালিব, আলী আছাদের। নদীর পাড়কাটা ও হামলায় হয়তো তারা (ভাইদের লোকজন) জড়িত।

Manual2 Ad Code

শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, হামলাকারীরা বেপরোয়া হয়ে আমাদের লক্ষ্য করে একের পর এক পাথর, বোল্ডার ছুড়ে। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

ইউএনও মেহেদী হাসান মানিক জানান, হামলার বিষয়টি জেলা প্রশাসককে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট ওই হামলার ঘটনায় বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, হামলা ও বালি চুরিতে জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইএনওকে) নির্দেশনা দেয়া হয়েছে।

Manual1 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code