বিশ্বনাথে চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

বিশ্বনাথে চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

Manual5 Ad Code

সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া অটোরিকশার চেহারা পরিবর্তনের ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৬টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার পূর্ব জানাইয়া গ্রামের শরিফ উদ্দিনের বাড়িতে থাকা ওয়ার্কশপ থেকে প্রথমে ৫টি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় চুরির অটোরিকশার চেহারা পরিবর্তনের কারিগর জুয়েল আহমদ (৩৬)কে আটক করে পুলিশ। তিনি পৌরসভার রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও শরিফ উদ্দিনের ভাগনে।

Manual6 Ad Code

পরে জুয়েল আহমদের স্বীকারোক্তিতে পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিনতলা বাড়ি থেকে আরও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬টি অটোরিকশাই নাম্বারবিহীন।

Manual8 Ad Code

আটক জুয়েল আহমদ পুলিশকে জানায়, বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে তার কাছে নিয়ে আসা হতো এবং ওয়ার্কশপে কাজের মাধ্যমে তাদের চেহারা পরিবর্তন করা হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী এসআই অনিক বড়ুয়া বলেন, ‘৬টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে, তবে দুটি অটোরিকশা সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এসব অটোরিকশার কাগজপত্র যাচাই-বাছাই চলছে।’

তিনি আরও জানান, চুরির সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code


 

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code