চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

Manual3 Ad Code

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’।

Manual1 Ad Code

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।

Manual1 Ad Code

নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আসা জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Manual6 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code