সিলেটে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

সিলেটে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Manual2 Ad Code

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহানগর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক (২৪), সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২) এবং ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯)।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে কয়েকজন কর্মী। তারা সরকারবিরোধী ব্যানার ও স্লোগানসহ মিছিল করে। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একই দিন কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-১৭) দায়ের করা হয়।

এরপর পুলিশ অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

একই রাতে মোগলাবাজার থানার পুলিশ দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি জয়নাল আহমেদকে আটক করে।

অন্যদিকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামি আবু সুফিয়ানকে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া শনিবার সকালে নগরের পানিটুলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চারজনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code