সিলেট-৪ আসনে মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই চূড়ান্ত মনোনয়ন পাবেন : হাকিম চৌধুরী

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

সিলেট-৪ আসনে মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই চূড়ান্ত মনোনয়ন পাবেন : হাকিম চৌধুরী

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের ইতিহাসের গৌরবোজ্জল দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির সংকটমূহুর্তে সিপাহি ও জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহি ও জনতার বিপ্লবের মধ্যমনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যমণি শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্থিতিশীলতার জন্য আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন বলে আমাদের বিশ্বাস। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা আওতাধীন প্রতিটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক বৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code