নরসিংদী থেকে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, পিতা-পূত্র গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

নরসিংদী থেকে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, পিতা-পূত্র গ্রেপ্তার

Manual2 Ad Code

নরসিংদীতে অপহৃত এক কিশোরীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কিশোরীটির প্রেমিক ও তার পিতাকে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual7 Ad Code

তারা জানায়, বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের তৈমুরনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের ইকো মিয়ার ছেলে মো. কাজল মিয়া (৪৫) ও তার ছেলে রহমত উল্লাহ খন্দকার (২১)।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, অপহৃত কিশোরীটি পঞ্চম শ্রেণীতে পড়ে। রহমত উল্লাহ দির্ঘদিন থেকে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু সে তা প্রত্যাখ্যান করে।

Manual7 Ad Code

এ অবস্থায় বুধবার নিজের স্কুলে কোচিং শেষে বাসায় না ফেরায় তার অভিভাবকরা খোঁজ নিয়ে জানতে পারেন সকাল পৌণে ১০টার দিকে রহমত আলী অপর দু’জনকে নিয়ে কিশোরীটিকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে।

এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় রহমত আলী ও তার পিতাকে আসামী করা হয়। এরপর র‌্যাব ঘটনার তদন্ত শুরু করে।

উদ্ধারকৃত কিশোরীসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

Manual7 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code