শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইন, নিহত বেড়ে ১৪০

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইন, নিহত বেড়ে ১৪০

Manual6 Ad Code

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগি এবং এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় ঘরবাড়ি ও কন্টেইনার ভেসে যাওয়ায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Manual1 Ad Code

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে আরও ২৮ জনকে মৃত ঘোষণা করায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে। এছাড়াও আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়।

Manual2 Ad Code

এদিকে, বিপর্যয়কর প্রভাব মোকাবেলা করার সময় দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় একটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code