নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬

Manual7 Ad Code

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক শাহ আলম খোকন, সুলতান আহমদ সুমন, কলেজ ছাত্র তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, কবিরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজি অটোরিকশাটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ তথ্যটি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এর মধ্যে ৬ জন নিহত হয়েছেন। একজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code