রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Manual2 Ad Code

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক হামলার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

Manual8 Ad Code

স্থানীয় সময় গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। তারা স্লোগান দেন—“বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে”, “নিরাপত্তা চাই, ন্যায়বিচার চাই”, “একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো”।

Manual2 Ad Code

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিয়াজ্জা সান জুভাননি বস্কো চত্বরে গিয়ে সমাবেশ শেষ করেন।

এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

Manual3 Ad Code

এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি ও চৌদ্দগ্রাম উপজেলা সমিতিসহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং সম্প্রতি ঘটে যাওয়া হামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।


 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code