লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

Manual1 Ad Code

ইউরোপে উন্নত জীবনের প্রলোভনে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

Manual8 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিত এই নাগরিকদের পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

Manual2 Ad Code

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের নিবিড় সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের মধ্যে অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

Manual8 Ad Code

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরা এসব নাগরিককে তাদের তিক্ত অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্রে) এখনও যারা বন্দি আছেন, তাদেরও নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।


 

Manual1 Ad Code
Manual4 Ad Code