সিলেটে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত, করোনা নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

সিলেটে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত, করোনা নিয়ন্ত্রণে

Manual6 Ad Code

সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। শুধুমাত্র অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ জন।

Manual2 Ad Code

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

Manual8 Ad Code

অঞ্চলভিত্তিক পরিস্থিতি অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮ জন রোগী।

Manual4 Ad Code

অন্যদিকে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে করোনার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি, ফলে নতুন শনাক্ত শূন্য। চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছিল ২৩ জুলাই।

স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নিয়মিত পরিচ্ছন্নতা, মশার লার্ভা ধ্বংস ও জলাশয় পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code