ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী আটক

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী আটক

Manual7 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শরীফা আক্তারের (২৬) মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শরীফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। দুপুর দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

শরীফার স্বামী আক্তার হোসেন সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে।

Manual1 Ad Code

৭ বছর আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে শরীফার সাথে আক্তার হোসেনের বিয়ে হয়। তাদের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুইবোনসহ আরও তিনজের নামে একটি মামলা করেন।

Manual8 Ad Code

তিনি মামলায় অভিযোগ করেন, শরীফার পরিবারের লোকজন শরীফাকে লুকিয়ে রেখেছে। তাই তাকে পাওয়া যাচ্ছে না।

সোমবার সকাল ১০টার দিকে ওই মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে আসেন শরীফা। আর তখনই আক্তার হোসেন শরীফার পিঠে ছুরিকাঘাত করে। এ সময় আক্তার হোসেন পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Manual5 Ad Code

শরীফার পক্ষের আইনজীবি অ্যাড. আব্দুল হাই বলেন, শরীফা আমাকে জানিয়েছিল যৌতুকের জন্য মারপিঠ করে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল। শরীফা গত ১২ জুলাই আক্তার হোসনকে তালাক দিয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে শরীফার মৃত্যু হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code