সিলেটে মধ্যরাতে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

সিলেটে মধ্যরাতে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেপ্তার

Manual4 Ad Code

সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত কয়ছর আহমদ নগরীর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।

জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেপ্তারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

Manual7 Ad Code

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code