ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবায় নতুন যুগে যাচ্ছে বিটিসিএল

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবায় নতুন যুগে যাচ্ছে বিটিসিএল

Manual7 Ad Code

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে। এর আওতায় একসঙ্গে পাওয়া যাবে ভয়েস কল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।

Manual1 Ad Code

বিটিসিএলের নতুন উদ্যোগে প্রথম ধাপেই আসছে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) ভিত্তিক মোবাইল সিম এবং ‘বিটিসিএল আলাপ’ নামের একটি আইপি ফোন অ্যাপ। এর মাধ্যমে শর্তসাপেক্ষে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস সুবিধা পাবেন। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং নীতিমালায় এমভিএনও সেবা চালুর সব বাধা দূর করায় এটি সম্ভব হয়েছে।

একইসঙ্গে ‘বিটিসিএল জীপন’ নামে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে, যার মাধ্যমে নিশ্চিত হবে আনলিমিটেড ডেটা। আর বিনোদনের জন্য যুক্ত হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, চরকি বা হইচই। পরবর্তী সময়ে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে দেশীয় বাজারে ওটিটি পাইরেসি সমস্যার সমাধান হবে বলে আশা করছে বিটিসিএল।

Manual8 Ad Code

শুধু তাই নয়, ডিভাইস এক্সেসিবিলিটি সহজ করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের জন্য আনছে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। শুরুতে সামান্য ডিপোজিট দিতে হবে। এই উদ্যোগের ফলে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষদের জন্য স্মার্টফোন কেনা অনেক সহজ হয়ে যাবে। স্থানীয় একাধিক উৎপাদককে সঙ্গে নিয়ে শিগগিরই এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে বিটিসিএল।

Manual7 Ad Code

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট—চারটি খাতে একসঙ্গে সেবা নিশ্চিত করে আমরা চাই মানুষের যোগাযোগ ও বিনোদনের সীমাবদ্ধতা দূর করতে। লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্ট এবং ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন ভাঙতে বিটিসিএল নতুন পদক্ষেপ নিয়েছে।

Manual7 Ad Code

এছাড়া চলতি অক্টোবর মাসে এ বিষয়ে বিটিসিএলের পক্ষ বিস্তারিত ঘোষণা আসবে বলেও জানান তিনি।


 

Manual1 Ad Code
Manual6 Ad Code