পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

Manual1 Ad Code

প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এই ধারাবাহিকতায় চলতি বছরেরও নতুন মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual6 Ad Code

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোনটি উন্মোচন করা হবে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে কোম্পানির প্রধান কার্যালয়ে হবে এই বছরের উন্মোচন অনুষ্ঠান।

Manual5 Ad Code

নতুন সিরিজে থাকবে চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়বে প্রো মডেলগুলো।

Manual8 Ad Code

জানা গেছে, আইফোন ১৭ সিরিজের সঙ্গে উন্মোচন হবে নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬-ও। আর এ কারণেই পুরোনো একাধিক মডেলের আইফোন ব্যবহারকারীর জন্য মিলছে নতুন সুখবর।

ধারণা করা হচ্ছে, বহুল আলোচিত আইওএস ২৬ উন্মুক্তের আগে অ্যাপল শেষবারের মতো আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আনতে পারে। ফলে একাধিক পুরোনো মডেলের আইফোনে নতুন সংস্করণের আইওএস ব্যবহার করা যাবে।

প্রথমে ধারণা করা হয়েছিল, আইওএস ১৮.৬ হবে এই সংস্করণের শেষ আপডেট। কিন্তু নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে আইওএস ১৮.৭ নামে আরও একটি সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিয়েছে অ্যাপল।

Manual1 Ad Code

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, আইওএস ২৬ উন্মুক্তের দিনই আসতে পারে আইওএস ১৮.৭। তবে এতে নতুন কোনো সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা নেই, মূলত নিরাপত্তা দুর্বলতা দূর করতেই সংস্করণটি প্রকাশ করবে অ্যাপল। আইওএস ১৮.৭ সংস্করণটি আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআরে ব্যবহার করা যাবে।

অ্যাপলের তথ্যমতে, আইফোন ১১ থেকে পরবর্তী মডেলের সব আইফোনে ব্যবহার করা যাবে আইওএস ২৬। এ ছাড়া নতুন আসতে যাওয়া আইফোন ১৭ সিরিজে আইওএস ২৬ প্রি-ইনস্টল অবস্থায় থাকবে। আইওএস ২৬ সংস্করণে যুক্ত করা হবে লিকুইড কাচের মতো নকশার নতুন ইউআই।


সূত্র : রয়টার্স, নিউজ১৮


 

Manual1 Ad Code
Manual3 Ad Code