গোলাপগঞ্জে উপজেলা ও ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

গোলাপগঞ্জে উপজেলা ও ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গোলাপগঞ্জ উপজেলা ও ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৯ আগস্ট) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহেদা মঞ্জুর জেরিন।

এছাড়া ৭টি ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থীরা হলেন, বাঘা ইউনিয়নে মোশারফ হোসেন শামীম, ফুলবাড়ি ইউনিয়নে আসাদুজ্জামান পাপ্পু, লক্ষ্মীপাশা ইউনিয়নে মাসুদ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, পশ্চিম আমুড়া ইউনিয়নে রাসেল আহমদ, বাদেপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন এবং শরীফগঞ্জ ইউনিয়নে আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট