সিলেটে ৯ বস্তা ভারতীয় মদসহ পিকআপ আটক

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

সিলেটে ৯ বস্তা ভারতীয় মদসহ পিকআপ আটক

সিলেট নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে ভারতীয় মদবোঝাই একটি পিকআপ আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই সময় সার্জেন্ট জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন। এসময় সন্দেহজনক একটি পিকআপকে সিগন্যাল দিলে চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে পিকআপটি তল্লাশি করে ৯ বস্তা ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৭৫ মিলিলিটার পরিমাণের ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা রয়েছে।

আটককৃত মদ ও পিকআপটি জব্দ তালিকা করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট