তাহিরপুরে নিখোঁজ কাঠমিস্ত্রির ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

তাহিরপুরে নিখোঁজ কাঠমিস্ত্রির ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে খালের পানিতে পড়ে কাঠমিস্ত্রি রঞ্জন দাস টুনু (৪৫) নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। তিনি তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর থানা ব্রিজ সংলগ্ন রতনশ্রী গ্রামের বাড়ি ফেরার সময় খালে পড়ে স্রোতের টানে পানিতে ডুবে যান রঞ্জন দাস। এরপর তিনি নিখোঁজ হন।

তাহিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, রবিবার সকাল ৭টা থেকে সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। সাত ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশেই তার ডুবন্ত মরদেহ পাওয়া যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট