তাহিরপুরে খালের পানিতে পড়ে কাঠমিস্ত্রি নিখোঁজ

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

তাহিরপুরে খালের পানিতে পড়ে কাঠমিস্ত্রি নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে মুচি বাড়ি থেকে বাংলা মদ (দেশি মদ) খেয়ে খাল পাড় হওয়ার সময় নিচে পড়ে চিত্ত রঞ্জন দাস টুনু (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ টুনু উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় তাহিরপুর থানা ব্রীজ সংলগ্ন রতনশ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ টুনু দাস একজন কাঠমিস্ত্রি। তিনি প্রতিদিনের মতো শনিবার রাত ৮টায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়িতে দেশি মদ পানের জন্য যান। গ্রামের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে থানা সংলগ্ন রতনশ্রী গ্রামের খাল পাড় হতে গিয়ে তাতে পড়ে তিনি পানির স্রোতে ভেসে যায়। খালের পাড়ের লোকজন চিৎকার শুনে এগিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ টুনুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এলেও রাত হয়েছে এবং তাদের ডুবুরি নেই জানিয়ে অপারগতা স্বীকার করে সকালে খোঁজাখুঁজি করবে বলে তারা চলে যায়।

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জায়গাটা দেখে এসেছি। রাত হয়ে গেছে, তাছাড়া আমাদের স্টেশনে ডুবুরি নেই। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসকে জানিয়েছি। সকালে ডুবুরি এলে খোঁজাখুঁজি করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, আমি ঘটনাস্থল দেখে এসেছি। স্থানীয়রা খোঁজাখুঁজি করছেন। ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সকালে খোঁজাখুঁজি করবেন বলেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট