সুনামগঞ্জে চলন্ত গাড়িতে ‘বেহুঁশ’ ৭ নারী ও শিশু

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

সুনামগঞ্জে চলন্ত গাড়িতে ‘বেহুঁশ’ ৭ নারী ও শিশু

সুনামগঞ্জ দিরাই থেকে সিলেট যাওয়ার পথে দিরাই-মদনপুর সড়কের গাগলী নামক স্থানে বেহুঁশ হয়ে যান চলন্ত প্রাইভেট গাড়িতে থাকা বেশ কিছু নারী যাত্রী।

স্থানীয়দের সহযোগিতায় ৭ নারী যাত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়ায় হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়ছেন স্থানীয়রা।

অসুস্থ যাত্রীরা হলেন- দিরাই’র রাঢ়ইল গ্রামের তানিশা বেগম, রহিমা বেগম, মহিমা আক্তার, সেফালি বেগম, সালেহা বেগম, রাইসা আক্তার ও খাদিজা বেগম।

জানা যায়, এক আত্মীয়কে দাফন করতে দুই দিন পূর্বে দিরাই উপজেলার রাঢ়ইল গ্রামে আসেন ওই যাত্রীরা। তারা সবাই বর্তমানে সিলেটে বসবাস করলে তাদের গ্রামের বাড়ি দিরাইর রাঢ়ইল গ্রামে। শনিবার গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন হাইএক্স গাড়িতে সকল নারী যাত্রীরা।তাদের প্রত্যেকই দুর্বল ও অবচেতন অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে আব্দ গাড়িতে এসির কৃত্রিম বাতাস ও গাড়ির ক্যামিকেল থেকে বিষক্রিয়া থেকে চেতনা হারিয়ে অসুস্থ হন তারা। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্বাভাবিক হওয়ায় সবাই সিলেটে চলে গেছেন বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আবাসিক অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে পর অসুস্থ হয়ে অবস্থায় হাসপাতালে আসেন ৭ নারী ও শিশু।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট