সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলায় সিলেট জেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলায় সিলেট জেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

Manual3 Ad Code

গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে, যা সারাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। এমন বর্বর হত্যাকাণ্ড মতপ্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি বলে মনে করছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এ ধরনের ঘটনা গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি আমরা।”

Manual6 Ad Code

বিবৃতিতে তারা আরও বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের কথা বলে, সত্য প্রকাশে কাজ করে। আর সেই সত্য প্রকাশের দায়েই যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা জাতির অস্তিত্বের জন্য হুমকি।”

Manual7 Ad Code

উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। জানা যায়, দুর্বৃত্তরা তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে এবং আনোয়ার হোসেনকে মারাত্মক জখম করে পালিয়ে যায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code