জনকণ্ঠ পত্রিকার সব কার্যক্রম বন্ধের ঘোষণা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

জনকণ্ঠ পত্রিকার সব কার্যক্রম বন্ধের ঘোষণা

Manual8 Ad Code

দৈনিক জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

পোস্টে বলা হয়, ‘আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল (১ আগস্ট) কালো রঙে পত্রিকা প্রকাশ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙে আজকের (২ আগস্ট) পত্রিকা প্রকাশ করি। এর পরিপ্রেক্ষিতে জনকণ্ঠের সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’-পন্থী সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন।’

Manual5 Ad Code

চাকরিচ্যুতির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পোস্টে আরও বলা হয়, ‘এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করছি।’

একইসঙ্গে সতর্ক করে বলা হয়, ‘এরপরও যদি কেউ পত্রিকা প্রকাশের চেষ্টা করেন, তবে তা তিনি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন।’

Manual6 Ad Code

তবে এ বিষয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Manual3 Ad Code

উল্লেখ্য, জনকণ্ঠ পত্রিকা দেশের প্রথিতযশা একটি দৈনিক, যা দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি, সামাজিক ইস্যু ও মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে এসেছে।


 

Manual1 Ad Code
Manual3 Ad Code