সিলেট থেকে ১১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

সিলেট থেকে ১১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সিলেটের এক মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাব্বির হোসেন সোহান (১৫) নগরের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মাদ্রাসাতুল আরাবিয়া আদদ্বীনিয়ার মাদানি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা নগরের মজুমদার পাড়ার বাসিন্দা মো. মনির হোসেন গত শনিবার (২৬ জুলাই) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি অভিযোগ করেন, গত ১৮ জুলাই সন্ধ্যা থেকে সোহানের কোন খোঁজ মিলছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর বোন জামাই আখতার হোসেন বলেন, মাদ্রাসায় ছুটিতে সোহান বাসায় এসেছিলো। ছুটি শেষে ১৮ জুলাই বিকেলে তার বাবা তাকে মাদ্রাসায় দিয়ে আসেন। এরপর থেকে সোহানের সাথে আর যোগাযোগ হয়নি।

তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, ১৮ জুলাই থেকেই সোহান মাদ্রাসায় অনুপস্থিত। কিন্তু বিষয়টি তারা আমাদের তাৎক্ষণিক জানান নি। বরং ৪ দিন পর ২২ জুলাই ব্ষিয়টি আমাদের অবহিত করেন।

কেন ৪ দিন পর এ তথ্য জানালেন এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ, বলেন আখতার হোসেন।

এ ব্যাপারে মাদ্রাসাতুল আরাবিয়া আদদ্বীনিয়া কর্তৃপক্ষের সাথে যোগেযোগ করা সম্ভব হয়নি।

তবে নিখোঁজ সোহানের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ থানার ডিউটি অফিসার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট