লন্ডনে ৫ই আগস্ট ৩৬ জুলাই দিবস পালনে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

লন্ডনে ৫ই আগস্ট ৩৬ জুলাই দিবস পালনে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান উপলক্ষে ৫ আগস্ট ৩৬ জুলাই দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ৫টি মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে বিস্তারিত কর্মসূচী পালনের লক্ষ্যে স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) লন্ডনের একটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই, জাস্টিস ফর ভিক্টিমস, অনলাইন এক্টিভিস্ট ফোরাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল ও রাইটস অব দ্যা পিপল-এর যৌথ উদ্যাগে আগামী ৫ই আগস্ট লন্ডনের আলতাব আলী পার্কে বিশাল গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন রাইটস অব দ্যা পিপল-এর সভাপতি আসাদুজ্জামান সাফি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের জুলাইয়ে যখন বাংলাদেশ ব্লাক আউট হয়ে যায় ঠিক তখন গোটা বিশ্বে প্রবাসীরা আন্দোলন জোরদার করেন। যার বৃহৎ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে স্মরন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার, গনতান্ত্রিক পরিবেশে জনতার অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশিত করার লক্ষ্যে আগামী ৫ই আগস্ট দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত চলা এই বিশাল গণজমায়েতে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানানো। দিনব্যাপী এই আয়োজনে জুলাই স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শনী, গণস্বাক্ষর, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, অনলাইন এক্টিভিস্ট ফোরামমের সভাপতি মো: জয়নাল আবেদিন, জাস্টিস ফর ভিক্টিমস এর সভাপতি মো: জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর কেন্দ্রীয় সহ সেক্রেটারী রায়হান আহমেদ ও ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ-সভাপতি আবুল মনসুর খান।

এছাড়াও সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেট এর সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, কমিউনিটি ব্যক্তিত্ব রহমত আলী, আব্দুল মুমিন জাহেদী ক্যারল, হাসনাত আরিয়ান খান, এনাম চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী ও ড. মুহাম্মাদ মুঈনুদ্দীন মৃধা।

সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে আরো উপস্থিতি ছিলেন, ফয়েজ আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন, এনবিসি ইউকের ইষ্ট লন্ডন শাখার সভাপতি মো: আব্দুল হামিদ শিমুল, মো: নোমান মিয়া, আশরাফুল ইসলাম মাজিদ, আব্দুল মান্নান রেজু, মো: রুস্কান মিয়া, মো: মুহিবুর রহমান বুলবুল, শামসুদ্দোহা মঞ্জু, মো: জামিল হোসাইন, আব্দুল মোনেম, মো: নুরুল ইসলাম মাসুদ, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসাইন, রাসেল আহমেদ, ইকবাল হোসাইন, সানাউর রহমান চৌধুরী, মো: কাওছার আহমেদ ও হামিদ মিয়াসহ প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট