বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি ফয়সাল, সম্পাদক তোফায়েল

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি ফয়সাল, সম্পাদক তোফায়েল

বিয়ানীবাজার প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌরশহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমেদ ফয়সালকে সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সুয়াইবুর রহমান স্বপন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিদায়ী সভাপতি সুয়াইবুর রহমান স্বপন আগামী তিন বছরের জন্য বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সভায় প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব‍্য রাখের আবু তাহের রাজু ও আজিম উদ্দিন আরিফ।

সভায় বক্তব্য রাখেন সাহেদ আহমেদ, এহসান করিম খোকন, শহিদুল ইসলাম সাজু, তাজবির আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, এসআর মহসিন আহমেদ রনি, শহীদ, জয়নুল ইসলাম, ফাহিম আহমদ, মোকাব্বির হোসেন, জয়নুল আহমদ,মনজুরুল হাসান, মাহফুজ হোসেন, মাহবুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাইম আহমদ তাছিম, আবুল কালাম, সামাদ আহমদ চৌধুরী, সাকির আহমদ, আখতার হোসেন, মাহমুদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ, মুফসি রহমান হৃদয় প্রমুখ।