হবিগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

হবিগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হওয়ার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (২৭ জুলাই) দুপুরে র‍্যাব-৯ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফল থানার বাংলাবাজার এলাকা থেকে অভিযুক্ত আকাশ মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের পর ভুক্তভোগী কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানাজানি হলে গত ২৭ মে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা (নং-৪২) দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।