বিয়ানীবাজারে ভূমিখোকো-চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

বিয়ানীবাজারে ভূমিখোকো-চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাড়িয়াবহর এলাকায় আওয়ামী লীগের দোসর, ভূমিখেকো জাল-জালিয়াতি চক্রের মূলহোতা, মামলাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জলঢুপ পাড়িয়াবহর এলাকাবাসীর উদ্যোগে ভূমিখেকো, জাল-জালিয়াতি চক্রের মূলহোতা, মামলাবাজ আওয়ামী লীগের দোসর নজরুল ইসলাম সিপার ও ভূমিখেকো, চাঁদাবাজ, ভূয়া এডভোকেট পরিচয়দানকারী, মামলাবাজ, আওয়ামীলীগের দোসার, জাল-জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য সাদেক হোসেন এপলো এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জলঢুপ পাড়িয়াবহর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকার বিশিষ্ট মুরব্বী জয়াদ আলী’র সভাপতিত্ব ও সাদিকুর রহমান এর পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান, সুলেমান আহমদ খান, সাইফুর রহমান, মনির আলী, একলাছুর রহমান, নিতাই, আতাউর রহমান, মাসুম ঊদ্দিন, জয়নাল আবদীন, শ্রীকান্ত নমশূত্র, নির্মল নমঃশূদ্র, বিধু বিশ্বাস, লিটন বিশ্বাস, সুমন বিশ্বাস, সজল বিশ্বাস, রমিজ গান, নুনু মিয়া, মিন্টু দাস, সাধু বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, নন্দ বিশ্বাস, ফরিদ উদ্দিন মাহিন উদ্দীন, ফখরুল ইসলাম রেদোয়ান হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের দোসর, ভূমিখেকো নজরুল ইসলাম সিপার ও সাদেক হোসেন এপলো গ্রামের সহজ-সরল মানুষদের জায়গা বিভিন্ন কলাকৌশলে, জাল কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এ দুই প্রতারক ও চাঁদাবাজদের অত্যাচারে গ্রামের মানুষ অতীষ্ঠ। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা না হলে গ্রামের সহজ-সরল মানুষ ভূমিহীন হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। বক্তারা আরো বলেন, জলঢুপ পাড়িয়াবহর গ্রামের একটি রাস্তা কাজের জন্য সরকারি বরাদ্দ আসে, সেই কাজে চাঁদাবাজরা চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দেওযায় সরকারি বরাদ্দ চলে যাওয়ায় গ্রামবাসী দুর্ভোগ পোহাচ্ছন। অনতিবিলম্বে ভূমিখেকো নজরুল ইসলাম সিপার ও সাদেক হোসেন এপলো’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি