যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত : জাহিদ হোসেন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত : জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।

রোববার (১৩ জুলাই) সিলেট নগরীর সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সাথে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।‘

তিনি আরও বলেন, ‘যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এই সমস্ত ঘটিয়েছে। এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।‘

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি খেয়াল করেন- ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করতেছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উস্কানি দিয়ে আমাদের উস্কাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উস্কানিতে পা দিবে না।‘

‘আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপথগামী করতে, পারবেন না। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। যেকোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করা, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে’ – যোগ করেন তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট